বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): গতকাল শনিবার (২৭ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক ও মাদক, সন্ত্রাস, নাশকতা, গুজব এবং জঙ্গি বিরোধী আলোচনা ও উঠান বৈঠক বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের উত্তর বিলহামলা ও বিহার ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামে বি.এস.ডি.এস’র নির্বাহী পরিচালক এজমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন মোঃ মজিবুর রহমান সিনিয়র তথ্য অফিসার বগুড়া। এছাড়াও বক্তব্য রাখেন কে.জি.এম ফারুক বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুশাসনের প্রচার অভিযান ও আব্দুর রহিম সহকারী তথ্য অফিস বগুড়া। এসময় উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বি.এস.ডি.এস’র অডিট অফিসার আমির হামজা নয়ন, লিগ্যাল এ্যাডভাইজার সোহেল আহমেদ, ম্যানেজার জামিল উদ্দিন, বুড়িগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড মহিলা সদস্যা বিউটি মনোয়ারা, বিহার ইউনিয়নের মহিলা সদস্যা মাহফুজা বেগম।