কাহালুতে মাদ্রাসার ছাত্রী অপহরনের ৬ দিন পর চট্রগ্রাম হতে উদ্ধার গ্রেফতার-১
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মার নেতৃত্বে একটি টিম রোববার ভোর সাড়ে ৪ টায় চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পাহাড়তলী উপজেলার এক বস্তি এলাকা হতে ভিকটিম মাদ্রাসার ছাত্রী সুবর্ণা আক্তার স্বপ্না (১৪)কে উদ্ধার করে এবং মামলার প্রধান আসামী শামীম হোসেন (২২)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শামীম হোসেন কাহালু উপজেলার ভোলতা দক্ষিণপাড়া গ্রামের আব্দুস সালাম এর পুত্র। মামলার বিবরণে জানা যায়, গত ২১/১০/১৯ইং তারিখে প্রতিদিনের ন্যায় বামুজা ফাজিল ডিগ্রী) মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী সুবর্ণা আক্তার স্বপ্না সকালে প্রাইভেট পড়ার জন্য থলপাড়া গ্রামে যাওয়ার পথে অন্তারপুকুর বাজার হতে ১ গজ দক্ষিণে পাঁচপীর টু শেখাহার পাকা রাস্তার উপর আসলে আসামীরা সিএনজি যোগে ভিকটিমকে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় গত ২২/১০/১৯ইং তারিখে ছাত্রীর পিতা কাহালু উপজেলার বামুজা গ্রামের সাইফুল ইসলাম বাদী হয়ে কাহালু থানায় এজাহারভুক্ত ৩ জন সহ অজ্ঞাতনামা আসামী করে ১টি মামলা দায়ের করেন।