আদমদীঘিতে পরিত্যাক্ত অবস্থায় ৬টি স্থল মাইন ও ৩টি গ্রেনেড উদ্ধার
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : গত শনিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের একটি কবর স্থান থেকে ছয়টি স্থল মাইন ও ৩টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাইন ও গ্রেনেডগুলো বর্তমানে আদমদীঘি থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ ও গ্রামবাসি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধায় কিছু আগে ওই কিছু শিশু কালাম হোসেনের পুকুর পাড়ে কবর স্থানের পাশে খেলা করছিল। এ সময় তারা ককটেল ও গ্রেনেড দেখতে পায়। পরে গ্রামবাসী বিষয়টি পুলিশ কে জানালে পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে আদমদীঘি থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি জালাল উদ্দীন বলেন, গ্রেনেড ও স্থল মাইনের গায়ে ১৯৬৩ সালে তৈরী লেখা রয়েছে। ধারনা করা হচ্ছে এ গুলো ১৯৭১ সালে যুদ্ধে ব্যবহারের জন্য ছিল। বিষয়টি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ কে অবহিত করা হয়েছে।