শাজাহানপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার নয়মাইল বন্দরে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আব্দুল হালিম দুদু কে সভাপতি এবং আবু ইউসুফ কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সমিতির বিদায়ী কমিটির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের বগুড়া জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বাপুস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক সোহেল, সহ-সভাপতি মাহফুজুল হক, হামিদুল হক সেলিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপুস জেলা কমিটির যুগ্ম-সম্পাদক খোরশেদ আলম রবিউল, শামীম শেখ, শাজাহানপুর উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এফ জেড এম ফারুক খসরু, সদস্য সচিব শাহাদৎ উল কামাল জাফর প্রমুখ।