বগুড়া প্রোফেশনাল সাউন্ড সিস্টেম ও লাইটস মালিক সমিতির সভাপতি মুন, সম্পাদক সুমন
বগুড়া সংবাদ ডট কম : বগুড়া জেলার প্রোফেশনাল সাউন্ড সিস্টেম এন্ড লাইটস মালিক সমিতির সভাপতি হলেন হাসিবুল হাসান মুন এবং সাধারণ সম্পাদক হলেন সাঈদ আহমেদ সুমন। বাংলার মুখ, বগুড়া জেলা শাখার কার্যালয়ে প্রোফেশনাল সাউন্ড সিস্টেম এন্ড লাইটস ব্যবসায়িবৃন্দ একত্র হয়ে ব্যবসার উন্নয়ন ও মান বৃদ্ধির লক্ষে এই কমিটি গঠন করা হয়।
আগামী দুই বছরের জন্য “বগুড়া জেলা প্রোফেশনাল সাউন্ড সিস্টেম এন্ড লাইটস মালিক সমিতি” এর ১৩(তেরো) সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সেলিম হাসান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আমিনুর রহমান মাসুদ, রেজাউল করিম বাপ্পি। সাংগঠনিক সম্পাদক- মাসকুরুল ইসলাম পিন্টু খান, কোষাধ্যক্ষ- অজয় দাস, তথ্য প্রযুক্তি, প্রচার ও প্রকাশনা সম্পাদক- ডন দাস, দপ্তর সম্পাদক- মিজানুর রহমান শিমুল, ক্রীড়া, সংস্কৃতি, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক- নাহিদ হাসান, নির্বাহী সদস্য যথাক্রমে সাইফুল ইসলাম, পলাশ রায়, নিয়াজ মাহমুদ লোচন।