নামুজা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য ও সমাজ কর্মী মফিজ উদ্দিনের ইন্তেকাল
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ):বগুড়া সদর উপজেলার নামুজা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য ও অত্যন্ত নিষ্ঠাবান সমাজ কর্মী ও শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং নামুজা বন্দরে বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমানের নানা। মরহুম মফিজ উদ্দিন প্রামানিক (৮৫) গত শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। মরহুমের নামাজে যানাজা পরদিন শনিবার সকাল ১১টায় নিজ গ্রাম পার্শ্ববর্তী পাইকড় ইউনিয়নের বোনবোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। হাঁসি-খুশির মিশুক প্রকৃতির নিরঅহংকার এই মানুষটি ধর্মে কর্মে ছিলেন এক নিষ্ঠাবান। তার মৃত্যুর খবর চার দিকে ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি এক পুত্র ও মেয়ে সন্তানসহ অসংখ গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।