দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
তালোড়া কে জেড জেড ইন্টারন্যাশনাল স্কুলে পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া কে জেড জেড ইন্টারন্যাশনাল স্কুলে পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে স্কুলের পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্কুলের পরিচালনা কমিটির সহসভাপতি সাদিকুল ইসলাম মজনু, অধ্যক্ষ আফজাল হোসেন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক, শিক্ষক শাহজাহান আলী, রাশেদুজ্জামান রাশেদ, বিদায়ী শিক্ষার্থী সালেহা নাসরিন, আরজুমা, ও মুশফিকুর রহমান প্রমুখ। পরে দোয়া মাহ্ধসঢ়;ফিল অনুষ্ঠিত হয়। শেষে বিদায় শিক্ষার্থীদের হাতে স্কুলের পক্ষথেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।