আদমদীঘিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় থানা চত্ত্বর থেকে র্যালীটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, আদমদীঘি সার্কেল সহকারি পুলিশ সুপার কে এইচ এম এরশাদ, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, তদন্ত আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান চালমা বেগম চাঁপা খন্দকার, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, আ’লীগ নেতা রফিকুল ইসলাম, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাবির হোসেন প্রমূখ।