শাজাহানপুর উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : জাতীয় শ্রমিক লীগ বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান টুকুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল। প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন। উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ বক্তা ছিলেন শ্রমিক লীগ বগুড়া শহর (উত্তর) শাখার আহ্বায়ক জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগ বগুড়া শহর (দক্ষিণ) শাখার যুগ্ম সম্পাদক ওহিদুজ্জামান, শ্রমিক লীগ বগুড়া শহর (উত্তর) শাখার সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী সোনার, শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আলী, শাহাদত হোসেন, জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মজিবর রহমান, শাজাহান আলী, এনামুল হক দিপু, আব্দুর রাজ্জাক,মুক্তার মোল্লা, রাসেলুর রহমান, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, মুকুল হোসেন, মিণ্টু মিয়া, রেজাউল ইসলাম, আবুল খায়ের, পলাশ চন্দ্র শীল, জাকারিয়া হোসেন, ইউসুফ আলী, আব্দুর রহিম, আজিজার রহমান, হাবিবুর রহমান, খোকন আহম্মেদ, আব্দুস সালাম, আইয়ুব আলী, সাইফুল ইসলাম, জাহিদুল ইসলাম, সায়েদ আলী, সোহেল হোসেন, বাবু মিয়া, সাবেক নেতা নজরুল ইসলম, শহিদুল ইসলাম প্রমুখ।