বগুড়ার কাহালুতে পায়ু পথে বাতাস ঢুকিয়ে জুটমিল শ্রমিককে হত্যা গ্রেফতার-১
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু উপজেলায় পায়ু পথে বাতাস ঢুকিয়ে আফরিন জুটমিল প্রিনিং লিঃ এর শ্রমিক আলাল হোসেন ফকিরকে (১২) হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় অপর জুটমিল শ্রমিক যতন কর্মকারকে (১৭) গ্রেফতার করেছে কাহালু থানা পুলিশ। বগুড়ার কাহালু থানা পুলিশ জানায়, কাহালু উপজেলার মুরইল এলাকার জুটমিল প্রিনিং লিঃ এর শ্রমিকের কাজ করতো নিহত আলাল ও যতন কর্মকার। শুক্রবার বেলা পৌনে ১১ টায় কাজ করার এক ফাঁকে আলালের পায়ু পথে মেশিন দিয়ে বাতাস ঢোকানো হয়। সংবাদ পেয়ে কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা সঙ্গীয় ফোর্স সহ জুটমিলে গিয়ে অসুস্থ আলালকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। দুপুরে সে মারা যায়। নিহত শ্রমিক আলাল কাহালু উপজেলার ঢাকন্তা গ্রামের মোজাহার আলী ফকিরের পুত্র। বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল জানান, লাশ মর্গে রয়েছে। এ ঘটনায় আফরিন জুটমিলের অপর শ্রমিক শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের সন্তোষ কর্মকারের ছেলে যতনকে গ্রেফতার করা হয়েছে এবং থানায় মামলা প্রস্তুতি ছলছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল জানান, অসুস্থ্য অবস্থায় আলালকে সকালে হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে সে মারা যায়। তার পায়ু পথে বাতাস দেয়ার কারণে পেট ফুলে গিয়ে মারা যায়।