fbpx
বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ

বগুড়া গোকুলে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক

বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বৃহস্পতিবার বগুড়া সদরের গোকুল দক্ষিণ পাড়ায় সদর উপজেলা কর্তৃক আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠক অনুষ্ঠানে সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, ইউপি সদস্য সাজেদুল ইসলাম সুজন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা তথ্য সেবা সহকারী নুর এ সাবিহা হক, মৌসুমী, অফিস সহকারী এস কে সেলিম রেজা সহ অত্র ইউনিয়নের মহিলা ও পুরুষ সদস্য গণ। তথ্য আপাদের কার্যক্রম ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে শহর থেকে গ্রামের সকল মহিলাদের কাছে। তথ্যসেবা কর্মকর্তা ও তথ্য সেবা সহকারীদের অক্লান্ত পরিশ্রমে গত ৪ মাসে প্রায় ৩ হাজার মহিলাকে বিভিন্ন সময়ে শিক্ষা, আইন, জেন্ডার, কৃষি, স্বাস্থ্য ও ব্যবসা বিষয়ক তথ্য সেবা প্রদানের মাধ্যমে নারী ক্ষমতায়ন প্রতিষ্ঠার লক্ষে কাজ করছে সদর উপজেলার তথ্য কেন্দ্রের কর্মকর্তা ও সহকারীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 15 =

Back to top button
Close