কাহালুর লক্ষীপুরে সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের বৃহস্পতিবার বগুড়ার কাহালু পৌরসভার লক্ষীপুর পূর্বপাড়া ওয়াক্তিয়া মসজিদের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন অত্র কেন্দ্রের শিক্ষক হাফেজ আলহাজ্ব মোঃ আব্দুল হাই। উক্ত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু ও দুপচাঁচিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিন্ড সুপার ভাইজার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু মডেল রিসোর্স সেন্টার কাম-অফিসের কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হেদায়েতুল্লাহ, সেকেন্দার আলী, আব্দুল লতিফ খান, রেশমা খাতুন, মেহেরুন নেছা, লুৎফননেছা বেগম, আফরোজা বেগম সহ কাহালু পৌরসভার এলাকার সকল কেন্দ্রের শিক্ষকবৃন্দ প্রমূখ। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করেন।