শিবগঞ্জের মাঝিহট্টে প্রতিপক্ষের মারপিটে ৩ জন আহত: থানায় অভিযোগ দায়ের
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে প্রতিপক্ষের মারপিটে ৩ জন আহত: ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করার সংবাদ পাওয়া গেছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিহট্ট ইউনিয়নের শৌলা গ্রামের দিলবর সরকারের পুত্র রফিকুল ইসলাম (৪০) গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাদী হয়ে পার্শ্ববর্তী নারায়নপুর গ্রামের হায়দার ফকির (৪০), আব্দুর রাজ্জাক (৪৫), মোছাঃ আয়না বিবি ও মোছাঃ রিতা পারভিনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী রফিকুল ইসলামের অভিযোগে বর্ণনা; বৃহস্পতিবার ২৪/১০/১৯ তারিখে সকাল ৮ঘটিকার সময় রফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ খাতিজা (৩৫) শৌলা গ্রামের পশ্চিম পাড়া রাস্তাদিয়ে যাওয়ার পথে। উপরে উল্লেখিত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে লাঠি, সোটা, লোহার রড় ও ধারালো চাকু নিয়ে তার স্ত্রী খাতিজাকে পথরোধ করে ও কথা কাটাকাটির এক পর্যায়ে আসামীরা খাতিজার মাথার চুলের মুঠি ধরে টেনে হেচরে মাটিতে ফেলে এবং এলোপাতারিভাবে লাথি, গুড়ি মারতে থাকে। এ সময় খাতিজার ডাকচিৎকারে মোছাঃ মাহমুদা ও মোছাঃ তাসলিমা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে আহত করে। স্থানীয় জনতার সহযোগিতায় আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। উক্ত ঘটনাটিকে কেন্দ্র করে শৌলা-নারায়নপুর দুটি গ্রামের শতশত নারী পুরুষ অভিযুক্তদের শাস্তির দাবীতে ঝাড়– মিছিল ও বিক্ষোভ করেন। অভিযেগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আলহাজ, অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, ইতিপূর্বে শৌলা নারায়নপুর সানারগাড়ী নামক সরকারি ২.৮৫ একর পুকুর পত্তনের টাকা দুই মসজিদ ও দুইটি ঈদগাহ মাঠে নামে মাত্র কিছু টাকা দিয়ে কতিপয় টাউট প্রকৃতির লোক আত্মসাৎ করে। উক্ত ঘটনা নিয়ে দুইটি পক্ষের মধ্যে দির্ঘ দিন হতে দ্বন্দ্ব বিরাজ করছিল বলে একাধিক দায়ীত্বশীল সূত্রে জানা গেছে।