fbpx
বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ

বুড়িগঞ্জে গভীর নলকুপে ইদুর কাটা তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত

বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি  আনোয়ার হোসেন ): বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জে গভীর নলকুপে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে, বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস সরদার পাড়া গ্রামের মৃত মহির উদ্দিন ফকিরের পুত্র মোঃ মামুন (৪৮) চির কুমার। বুধবার (২৩ অক্টোবর) সকাল অনুমান ১০টায় পার্শ্ববর্তী কামতারা মাসর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশ্বে বিলহামলা গ্রামের মজির হাজী, সরিফ মন্ডল ও মোতাহার আলীর গভীর নলকুপে সে তার নিজস্ব ধানের জমিতে পানি দেওয়ার জন্য যায়। এ সময় ওই গভীর নলকুপের বিদ্যুৎ বোর্ডে সুইজ দিতে গিয়ে ইদুরে কাটা তারের সঙ্গে জরিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়ে পড়ে। চিকৎসার জন্য বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =

Back to top button
Close