কাহালু উপজেলা আওয়ামীলীগের কমিটি সম্মেলনেরএ মাধ্যমে গঠন করার দাবীতে সংবাদ সম্মেলন করলেন আওয়ামীলীগনেতা কামাল উদ্দিন কবিরাজ
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বুধবার বগুড়ার কাহালুর বাজারস্থ বেলাল উদ্দিন কবিরাজ মার্কেটের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাবেক ছাত্রলীগনেতা ও কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল উদ্দিন কবিরাজ। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে কাহালু উপজেলা আওয়ামীলীগের কমিটি গঠন ও ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনার দাবী জানান। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, কাহালু উপজেলা আওয়ামীলীগের সবর্শেষ সম্মেলন হয়েছিল
কাহালু মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গত ২০১৩ সালের ১৫ জানুয়ারীতে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মমতাজ উদ্দিন সম্মেলনে আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজকে সভাপতি, কামাল উদ্দিন কবিরাজকে সহ-সভাপতি ও আব্দুল মান্নানকে সাধারণ সম্পাদক সহ ৪ জনের নাম ঘোষনা করেন। বর্তমানে কাহালু উপজেলা আওয়ামীলীগ কমিটির মেয়াদ চলছে ৬ বৎসর ৯ মাস ৮ দিন। তিনি আরও উল্লেখ করেন, অদ্যবধি কাহালু উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন এবং অনুমোদন না করার কারণে উপজেলা আওয়ামীলীগের তৃণমূলের কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। সর্বশেষ বগুড়া জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছিল ২০১৩ সালের ১০ ডিসেম্বর। আগামী ২০১৯ সালের ৭ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০১৩ সালের ১৫ জানুয়ারীতে কাহালু উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হইলেও কেন নতুন কমিটি গঠনের সম্মেলনের তারিখ ঘোষনা করা হচ্ছে না। তিনি বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের নিকট কাহালু উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের অনুরোধ জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগনেতা সেকেন্দার আলী মুন্সী, আবুল কালাম আজাদ, বাদশা সেকেন্দার, আশরাফ আলী, আব্দুল ওহাব, আব্দুল মুমিন, মাজেদ আলী সহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।