কাহালু উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির পক্ষ হতে ইউএনও মাছুদুর রহমানকে সংবর্ধনা প্রদান
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির আয়োজনে সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমানকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি ও বামুজা ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ ডক্টর আব্দুল মান্নান, সহ- সভাপতি ও পিলকুঞ্জ শাহ সুলতান ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ ইউনুস আলী, সাধারণ সম্পাদক ও কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান সহ অত্র সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। প্রশিক্ষণের প্রশিক্ষক ছিলেন কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের ইংরেজী প্রভাষক ইয়াছিন আলী ও কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের গনিত শিক্ষক আবু হানিফ। দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মোট ২৮টি মাদরাসার ২৮ জন ইংরেজী শিক্ষক ও ২৮ জন গনিত শিক্ষক অংশগ্রহন করে।