বগুড়ার শাজাহানপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপিত
বগুড়া সংবাদ ডট কম (জিয়াউর রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপিত হয়েছে।
কর্মসুচির মধ্য ছিল র্যালী, সমাবেশ, আলোচনা সভা ও দোয়া।
উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা কমিটির উদ্যোগে এ দিবসটি উদ্যাপন করা হয়।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফুয়ারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, থানার ওসি আজিম উদ্দীন, নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, আতিকুর রহমান, সাইদুজ্জামান তারা, আহবায়ক আলমগীর হোসেন আলম, যুগ্ম আহবায়ক সাংবাদিক জিয়াউর রহমান, শাহাদত হোসেন, সদস্য সচিব আনসার আলী, উপজেলা যুবলীগের য্গ্মু সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, নিসচা সদস্য সাংবাদিক সজিবুল আলম সজিব, আব্দুস সোবহান পুটু, ইলিয়াছ মন্ডল, মিজানুর রহমান তোফা, মইনুল ইসলাম পলাশ, বাবলু মন্ডল, আব্দুল করিম, আনোয়ার হোসেন, মিজু প্রমুখ।
এরপর বাদ জোহর উপজেলা সদর মাঝিড়া কেন্দ্রিয় জামে মসজিদে মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।