fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

তারেক রহমানের শশুড়ের ৩৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

 

বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শশুর সাবেক মন্ত্রী মরহুম রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৩৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বাদ জোহর বগুড়ার শিবগঞ্জ থানা বিএনপি,যুবদল ও ছাত্রদলের উদ্যেগে ঐতিহাসিক মহাস্থান হযরত শাহ্ সুলতান বলখী (রহঃ) এর মাজার মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয় ও পরে দুঃস্থ্যদের মাঝে খাবার বিতরন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, থানা বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, দুলু মাস্টার, পৌর বিএনপি নেতা বুলবুল ইসলাম,একেএম ইউসুফ আলী, আব্দুল করিম, জেডএম মতিন, রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন, সাধারণ সম্পাদক ও থানা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক তাহেরুল ইসলাম, বিএনপি নেতা বেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন, আছালত জ্জামান,মুক্তার হোসেন,মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রোকনুদৌলা রুবেল,যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, আব্দুল হান্নান, আবু শাহীন, ফজলুর রহমান বাবু, ফজলুর রহমান, থানা ছাত্রদলের আহব্বায়ক খালিদ হাসান আরমান, পৌর ছাত্রদলের আহব্বায়ক মাহাদী, ছাত্রদল নেতা মীর মুন,আক্কাস আলী,বিপুল রহমান,আব্দুল গোফ্ফার বাবু, রিপন সাখাওয়াত, লিখন, আল রাহী, সুমন, সোহেল রানা, নজরুল, তারেক রাব্বী, আপেল, মুন্না, রাকিব, আরাফাত, তানজিল, মুঞ্জু, রায়নগর ইউনিয়ন ছাত্রদল নেতা জাদিদ মুক্তা, জাদিদ আল হাসান, শাকিল, ইমরান, রকি, হিম, সাহেদ, জিহাদ, মিথুন, ইমন, সাঈদী, রবিউল, তাজু, মোকছেদুল, মুসাব্বির, সাগর, রকি, আশিকুল প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মহাস্থান মাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ মোঃ আব্দুল হামিদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 18 =

Back to top button
Close