জাহানারা কাঞ্চনের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ নিসচা’র দোয়া মাহফিল
বগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সহধর্মিনী প্রয়াত জাহানারা কাঞ্চনের ২৬তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার বগুড়ার শিবগঞ্জ দেওয়ানতলা মাজার মসজিদে উপজেলা নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যেগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে সড়ক দূর্ঘটনায় নিহত মরহুমা জাহানারা কাঞ্চনসহ দেশের সকল নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিলে
উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক রশিদুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল হান্নান, সাংবাদিক রবিউল ইসলাম, শিবগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দেওয়ানতলা মাজার পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাফ্ধসঢ়;ফর হোসেন, দেওয়ানতলা এতিমখানার মুহতামিম মাওলানা আব্দুল মমিন, মাজার কমিটির কোষাধ্যক্ষ আতোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ উপজেলা কমিটির কার্যনির্বাহী সদস্য সোহেল রানা, সাংবাদিক তৌহিদ মন্ডল, রুহুল আমিন, মাজার পরিচালনা কমিটির সদস্য আছাদ, আব্দুল হামিদ, হান্নান, রায়হান, খাজা, শাহজাহান প্রমূখ। দোয়া পরিচালনা করেন দেওয়ানতলা মাজার মসজিদের ইমাম আলহাজ্ব সাইফুল ইসলাম। পরে স্থানীয় এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।