fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

মাদ্রাসায় বখাটেদের ইভটিজিং, বাঁধা দেওয়ায় ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত, মাদ্রাসা প্রশাসনের নিরবতা

বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি) : কাহালু উপজেলা কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসায় বখাটেদের উৎপাত। প্রায় প্রতিদিনই মাদ্রাসায় কিছু বখাটে মেয়েদের উত্যক্ত করে আসছে। কিন্তু এবিষয়ে মাদ্রাসা প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করে।

আজ সোমবার সকাল ১০.২০ মিনিটের কিছু বখাটে মাদ্রাসার ছাত্রীদের ইভটিজিং করে, এমন সময় মাদ্রাসার ছাত্ররা বাঁধা দিতে গেলে বখাটে দল ক্ষিপ্ত হয়। এর পর ঘটনাস্থলে একজন ছাত্র কে পিটিয়ে আহত করে , মুখে আঘাত করার ফলে মুখ ফেটে রক্ত বের হয়। এর পর হৈচৈ শুরু হলে বখাটে দল পালিয়ে যায়। আমাদের সংবাদদাতা জানান, ১০:২০ মিনিটেও মাদ্রাসায় মাত্র চার পাঁচ জন উপস্থিত ছিলেন। তাদের কাছে সমাধান চাইলে তারা মাদ্রাসা প্রশাসন এর সাথে যোগাযোগ করতে বলেন। মাদ্রাসা প্রশাসন এর সাথে যোগাযোগ করতে চাইলে জানা যায় আজ মাদ্রাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ কেউ মাদ্রাসায় উপস্থিত না। মূঠোফোনে উপাধ্যক্ষের সাথে এবিষয়ে যোগাযোগ করলে তিনি জানান তিনি অফিশিয়াল কাজে রংপুর আছেন। তিনি এবিষয়ে কিছুই করতে পারছেন না। মাদ্রাসায় অধ্যক্ষ অনুপস্থিত থাকায় তাঁর সাথে ও ফোনে যোগাযোগ করা হয়, তিনি জানান তিনি অসুস্থতার জন্য মাদ্রাসায় উপস্থিত নেই। বখাটেদের উৎপাত ও ছাত্রের উপর হামলার বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি জানান পরের দিন কথা বলবেন, এখন ডাক্তার দেখাতে বলেছেন

ছাত্র ছাত্রীরা জানায় ঐসব বখাটে দল প্রায় এসে আমাদের উত্যক্ত করে। আজ একজন ছাত্র বাঁধা দিতে গেলে তাকে মারধর করে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ অনুপস্থিত থাকায় অন্যান্য শিক্ষকদের এ বিষয়ে জানতে চাইলে তাঁরা সবাই দায়িত্ব এড়িয়ে যান, শুধু প্রশাসন এর কথা বলেন। মাদ্রাসায় এমন ভয়াবহ অবস্থার পরেও পুলিশ প্রশাসনের কাছে কেউ হস্তক্ষেপ করেন নি। একজন অভিভাবক অধ্যক্ষের কাছে জানতে চান, আজ একজন কে আহত করেছে, কাল বা পরশু আমার মেয়ে কে মাদ্রাসা থেকে তুলে নিয়ে যাবে না এমন সিকিউরিটি কে দেবে?? প্রশ্নের উত্তর খুঁজে পায়নি তিনি।এ রিপোর্ট লেখা পর্যন্ত খবর পাওয়া গেছে বিকেল ৪টায় বখাটেরা পুনরায় কল্যাপাড়া গ্রামে আক্রমণ করার জন্য আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 19 =

Back to top button
Close