আদমদিঘিবগুড়া জেলার সংবাদ
আদমদীঘিতে মসজিদের ইমাম-মোয়াজ্জিমদের সাথে মত- বিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার প্রতিটি মসজিদের ইমাম- মোয়াজ্জিমদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম রাজু, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা প্রকৌলশী সাজেদুর রহমান, আদমদীঘি হামিউচ্ছুন্না ক্বওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা ইব্রাহিম আলী প্রমূখ। এছাড়া উপজেলার প্রতিটি মসজিদের ইমাম- মোয়াজ্জিমগণ উপস্থিত ছিলেন। সভায় গুজবে কান না দেয়া, মাদক, বাল্য বিবাহ রোধ সহ সমাজের নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন।