ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন’ এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১১টায় দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হাই খোকন। ধুনট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোজিনা আক্তার সুমির সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ধসঢ়;, সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত রেহেনা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, ইউপি চেয়ারম্যান লাল মিয়া, ধুনট ব্রাকের এরিয়া ম্যানেজার সোহরাব হোসেন, আওয়ামীলীগ নেতা বাহাদুর আলী প্রমূখ।