ধুনটে সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে বসতবাড়ির ল্যাট্রিনের সেপটিক ট্যাংকের ভিতর কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় দুই জন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টায় উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গাবতলী উপজেলার বালিয়াদিহি ইউনিয়নের তোল্লাতলা গ্রামের তাজেম মন্ডলের ছেলে মিনহাজুল ইসলাম (৩৫) ও একই গ্রামের সৈয়দ আলীর ছেলে মহিদুল ইসলাম (৩২)। স্থানীয়সূত্রে জানাগেছে, ধুনট উপজেলার নাংলু গ্রামের বেলাল আকন্দের বাড়িতে ল্যাট্রিনের সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ করছিল পার্শ্ববর্তী গাবতলী উপজেলার নির্মাণ শ্রমিক মিনহাজুল ইসলাম ও মহিদুল ইসলাম। রবিবার সকাল ৯টায় শ্রমিক মহিদুল ইসলাম সেপটিক ট্যাংকের ভেতর নেমে শার্টারের বাঁশ ও কাঠ খুলতে থাকেন। কিন্তু কিছুক্ষন পর তার কোন সাড়া শব্দ না পেয়ে সহকর্মী মিনহাজুল ইসলাম তার খোঁজ করতে ট্যাংকের ভিতর যায়। কিন্তু তারও কোন সাড়া শব্দ পাওয়া যায় না। পরে স্থানীয় লোকজন সেপটিক ট্যাংক ভেঙ্গে শ্রমিক মহিদুল ও মিনহাজুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ধুনট থানার এসআই প্রদীপ কুমার এতথ্য নিশ্চিত করে জানান, বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণ করে মুখ বন্ধ করে রাখায় ভিতরে বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়েছিল। সেই সেপটিক ট্যাংকের ভিতর কাজ করতে নেমে গ্যাসের বিষক্রিয়ায় শ্বাস বন্ধ হয়ে দুই জন শ্রমিকের মৃত্যু হয়েছে।