ধুনটবগুড়া জেলার সংবাদ
ধুনটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করে পুরস্কৃত হলেন এএসআই জব্বার
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনট উপজেলায় সর্বোচ্চ সাজাপ্রাপ্ত পলাতক আসামী
গ্রেফতার করে আবারও পুরস্কৃত হয়েছেন ধুনট থানার এএসআই আব্দুল জব্বার। শনিবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে আর্থিক পুরস্কৃত করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম। এএসআই আব্দুল জব্বার ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর শেরপুর থানা থেকে ধুনট থানায় যোগদান করেন। তিনি যোগদানের পর মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সহ আইনশৃঙ্খলা রক্ষায় অসাধারন অবদান রেখেছেন। তন্মধ্যে সর্বোচ্চ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারে পর পর তিনি চার বার আর্থিকভাবে পুরস্কৃত হয়েছেন। এএসআই আব্দুল জব্বার সিরাজগঞ্জ জেলার বাসিন্দা