সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে ধর্মীয় শিক্ষা অর্জন করা উচিৎ –প্রভাষক আতিকুর রহমান
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : সাধারণ শিক্ষার পাশাপাশি সকলকে ধর্মীয় শিক্ষা অর্জন করা উচিৎ।
ধর্মীয় শিক্ষা গ্রহণ করে তা আমল করতে হবে তাহলেই মৃত্যুর পর তার জাজা পাওয়া যাবে। শনিবার দুপুরে বগুড়া সদরের কাজী নূরুইল ( মাদারগঞ্জ) হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং কমিটার আয়োজনে ২ জন হাফেজকে ফজিলতের পাগড়ী প্রদান অনুষ্ঠানে সমাজ সেবক আলহাজ্ব আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তেলিহারা আলিম মাত্রাসার প্রভাষক হাফেজ মাওঃ মোঃ আতিকুর রহমান। মাষ্টার তোফাজ্জল হোসেনের পরিচালনায় ও হাফেজ মাও: আব্দুল খালেকের সার্বিক ব্যবস্থাপনায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুনার রশিদ, মুনজুরুল আলম, হাফেজ আঃ মালেক, মাহবুবুর রহমান, মাওঃ নজমল হোসেন, আবু সাইদ, আঃ সালাম, আল ইমরান, আলহাজ ইয়াজ আলী, আলহাজ্ব নায়েব আলী, মাও, আহসান হাবীব, আলহাজ্ব জয়নাল আবেদীন, নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, অনুষ্ঠান শেষে হাফেজ আঃ রউফ ও হাফেজ সোহাগ হাসানকে ফজিলতের পাগড়ী পরানো হয়। পরে দেশ জাতী ও সকলের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।