খিরকিন্দা ৫-৪ গোলে জয়ী শাজাহানপুরে বঙ্গবন্ধু ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে পোয়ালগাছা যুব সমাজ আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেণ্টের ফাইনাল খেলায় জামুন্না একাদশকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেরপুর উপজেলার খিরকিন্দা একাদশ। শুক্রবার বিকেলে উপজেলার পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু। টুর্নামেণ্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার তালুকদার ফজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইমরান হোসেন, প্রভাষক জহুরুল ইসলাম, কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ধসঢ়; আলম পান্না, খোরশেদ আলম, ইউপি সদস্য রজব আলী, ডা: মাহবুবুর রহমান
বকুল, আলমগীর হোসেন নান্নু, ফরিদ উদ্দিন, আব্দুল করিম, কামরুল ইসলাম, নাদিম হোসেন, টুকু মিয়া। অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তাকবীর ইসলাম, শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আতিকুর রহমান, টুর্নামেন্ট পরিচালনা কমিরি সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আলম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে গ্রামীণ পরিবেশে খিরকিন্দা একাদশের পক্ষে নাইজেরিয়ান ৫ জন ফুটবলার এবং জামুন্না একাদশের পক্ষে জাতীয় দলের ২ জন ফুটবলার অংশ নেয়ায় পোয়ালগাছা স্কুল মাঠে বঙ্গবন্ধু ফুটবলের ফাইনাল ম্যাচ দেখতে ১০ সহ¯্রাধিক দর্শকের সমাগম ঘটে। মাঠের চারপাশ, স্কুল ভবনের ছাদ এবং চারপাশের গাছে উঠে হাজার হাজার দর্শক ফুটবলে মেতে উঠে।