বগুড়া জেলার সংবাদসোনাতলা
সোনাতলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুগ্ধ খামারিদের মধ্যে গবাদি পশুর খাদ্য বিতরণ

বগুড়া সংবাদ ডট কম (সোনাতলা সংবাদদাতা মোশাররফ হোসেন) : বগুড়ার সোনাতলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার দুগ্ধ খামারিদের মধ্যে ব্র্যাক ডেইরি এন্ড ফূড প্রজেক্ট’র উদ্যোগে মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে গবাদি পশুর খাদ্য বিতরণ করা হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মো.রহমত উননবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মিনহাদুজ্জামান লীটন। এ সময় আরো বক্তব্য দেন ব্র্যাক ডেইরি জয়পুরহাট আঞ্চলিক ব্যবস্থাপক ডা.রফিকুল ইসলাম, ব্র্যাক কৃত্রিম প্রজননের জাতীয় বিক্রয় ব্যবস্থাপক ডা.শওকত আলী, ভেটেরিনারী সার্জন ডা.মারুফ উদ্দিন, সোনাতলা আঞ্চলিক ব্যবস্থাপক জাহিদ হোসেন ও খামারি রেজাউল করিম প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথি দুগ্ধ খামারিদের মধ্যে বিনামূল্যে গবাদি পশুর খাদ্য বিতরণ করেন।