নন্দীগ্রামে শেখ রাসেলের ৫৬তম জন্ম দিন পালিত
বগুড়া সংবাদ ডটকম ( নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিন শুক্রবার বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে স্থানীয় কলেজ মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর রানার চত্বর অডিটোরিয়ামে নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কেক কর্তন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন করেন বগুড়া জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদের সদস্য এবং নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা। পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাতী
লীগের সভাপতি আবু নোমান, ছাত্রলীগ নেতা আবু তৌহিদ রাজীব, মশিউর রহমান, আকাশ, রিপন প্রমুখ।