মসজিদের টাকা আত্মসাতের অভিযোগের ঘটনায় বাদির ভূল স্বীকার
বগুড়া সংবাদ (জিয়াউর রহমান, শাজাহানপুর প্রতিনিধি) ঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া দক্ষিনপাড়া জামে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগের ঘটনায় ভূল স্বীকার করে ক্ষমা প্রার্থণা করেছেন বাদী ছাইফুল ইসলাম।
বুধবার রাতে থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই আফজাল হোসেন। সেই বৈঠকে বাদী ছাইফুল ইসলাম সবার সম্মুখে তার ভূল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানান তদন্ত কর্মকর্তা এএসআই আফজাল হোসেন।
এএসআই আফজাল হোসেন জানান, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ হতে চেয়েছিলেন বাদী ছাইফুল ইসলাম। কিন্তু মুসল্লিরা তাকে কোষাধ্যক্ষ না করায় তিনি মিথ্যা অভিযোগ করেছেন।
নিজের ভূল স্বীকার করে ক্ষমা প্রার্থণা করায় মুসল্লিরা তাকে ক্ষমা করে দিয়েছেন। তদন্ত করে দেখা গেছে অভিযোগে উল্লেখিত এক লক্ষ বিশ টাকায় মসজিদের গ্রীল ও মাঠের প্রাচীর নির্মাণ করা হয়েছে।
প্রসঙ্গত, মাঝিড়া দক্ষিনপাড়া জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ আব্দুস সামাদ ও সেক্রেটারী মোশারফ হোসেন মসজিদের এক লক্ষ বিশ হাজার টাকা আত্মসাৎ করে মর্মে মঙ্গবার বিকেলে ছাইফুল ইসলাম নামে এক মুসল্লি থানায় অভিযোগ দায়ের করেন।