মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া দক্ষিনপাড়া জামে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে কমিটির কোষাধ্যক্ষ ও সেক্রেটারির বিরুদ্ধে। মঙ্গবার বিকেলে ছাইফুল ইসলাম নামে এক মুসল্লি থানায় এই অভিযোগ দায়ের করেন। ছাইফুল ইসলাম জানান, মাঝিড়া দক্ষিনপাড়া জামে মসজিদের আদায় করা অনুমান পাঁচ লক্ষ টাকা মসজিদ কমিটির সেক্রেটারী মোশারফ হোসেন ও কোষাধক্ষ আব্দুস সামাদের অনুমতিক্রমে অগ্রনী ব্যাংক মাঝিড়া শাখায় জমা রাখা হয়। যার হিসাব নং-০২০০০০৩৭২১৯২৭। এমতাবস্থায় গত এপ্রিল ও জুলাই মাসে পৃথক চারটি চেকের মাধ্যমে মোট এক লক্ষ বিশ হাজার টাকা কমিটির রেজুলেশন ছাড়াই উত্তোলন করেন কোষাধ্যক্ষ আব্দুস সামাদ। এক সপ্তাহ আগে তিনি সহ মসজিদের মুসল্লিগন কোষাধ্যক্ষ আব্দুস সামাদের কাছে মসজিদের আয় ব্যয়ের হিসাব চাইলে তিনি তালবাহানা করেন। এক পর্যায়ে কথা কাটাকাটি ও তর্ক- বিতর্কের সৃষ্টি হয়। এবিষয়ে কোষাধ্যক্ষ আব্দুস সামাদের সাথে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে। সেক্রেটারী মোশারফ হোসেন জানান, প্রতি মাসের হিসাব-নিকাশ মসজিদের নোটিশ বোর্ডে লটকানো হয়। এখানে কোন অনিয়মের সুযোগ নেই। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই আফজাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।