শিবগঞ্জ সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড জাতীয় পাটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নের ৩নং
ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা জাতীয় পার্টির সদস্য আফজাল হোসেনের সভাপতিত্বে অনুুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশা। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, শিবগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব শাহিনুর ইসলাম। আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি নেতা নান্নু মন্ডল, আমজাদ হোসেন উকিল মেম্বর, জহুরুল, কামাল প্রমূখ। পরে সর্বসম্মতিক্রমে মোকবুল হোসেন মধু কে সভাপতি, সামছুল আলমকে সাধারণ সম্পাদক এবং মোশারফ হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।