দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, ইউপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক, আলহাজ্ব মেহেরুল ইসলাম, এসএম হেলাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, দুপচাঁচিয়া পৌরসভার প্রতিনিধি কাউন্সিলর নাইচ মিজান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, ব্যবসায়ী আমিনুর রহমান, এনজিও সোভার নির্ভাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, উপজেলা পূজা উদযাপর পরিষদের সভাপতি অসীম কুমার দাস প্রমুখ।