আদমদিঘিবগুড়া জেলার সংবাদ
আদমদীঘিতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে প্রশাসন অবহিতকরন সভা
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) :বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন হল রুমে সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে ৩ দিন ব্যাপী ইউনিয়ন প্রশাসন অবহিতকরন সভার সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহি অফিসার এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, শামসুল হক খন্দকার, এ্যাডভোকেট শামছুর রহমান শাম, এরশাদুল হক টুলু, এস এম বেলাল হোসেন, আব্দুল হক আবু, সংরক্ষিত মহিলা সদস্য শাহিনা জোয়াদার বাপ্পী, ইউপি সদস্য শিপলু খানসহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইউপি সদস্যদের সনদ প্রদান করা হয়।