fbpx
আদমদিঘিবগুড়া জেলার সংবাদ

আদমদীঘিতে কলেজ ছাত্রী অপহরন থানায় মামলা

বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) :  বগুড়ার আদমদীঘির চাঁপাপুর জালাল উদ্দীন কলেজের প্রথম বর্ষের ছাত্রী রঞ্জনা বালা কে অপহরন ও সহায়তার অভিযোগে গত রবিবার রাতে আদমদীঘি থানায় রাসেল সহ ৪ জনের নাম উল্লেখসহ ২/৩ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলা সুত্রে জানা যায়, আদমদীঘির জালাল উদ্দীন কলেজের প্রথম বর্ষের কলেজ পড়–য়া ছাত্রী ও ভেল্লা গ্রামের বিদ্যুৎ চন্দ্রের কন্যা রঞ্জনা বালা কলেজে যাতায়াতের সময় মাতাপুর গ্রামের জলিল উদ্দীনের ছেলে রাসেল প্রায় উত্যক্ত করে আসছিল। বিষয়টি অপহৃতার পরিবার জানার পর, রাসেলের পরিবারকে বিষয়টি জানালে । তার ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে। গত ১৯ সেপ্টেম্বর রঞ্জনা বালা সকাল ৯ টায় কলেজে যাওয়ার পথে তেবারিয়া মোড়ে পাঁকা রাস্তার উপর উঠা মাত্রই রাসেল ও তার সহযোগীরা জোড় পূর্বক কলেজ ছাত্রীকে অপহরন করে একটি মাইক্রোযোগে পালিয়ে যায়। এঘটনায় অপহৃতার বাবা বিদ্যুৎ চন্দ্র বর্মন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে থানায় অপহরনও সহায়তার অভিযোগে মামলা দায়ের করেন। এরির্পোট লেখা পর্যন্ত অপহৃতা উদ্ধার বা আসামীরা গ্রেফতার হয়নি । এ ব্যাপারে অফিসার ইনচার্জ জালাল উদ্দীন মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, অপহৃতাকে উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =

Back to top button
Close