দুপচাঁচিয়ায় জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মেইল বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এসএম খান বাদশার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক আহবায়ক এম, সরওয়ার খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী, সহসভাপতি আবুল কালাম আজাদ রাজা, মনোয়ার হোসেন মোংলা, আব্দুস সালাম, শ্যামল চন্দ্র মোহন্ত, দুপচাঁচিয়া পৌর জাতীয় শ্রমিকলীগের সভাপতি ওমর ফারুক, সহসভাপতি আব্দুল কাদের ডলার, সাধারণ সম্পাদক হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, তালোড়া পৌর জাতীয় শ্রমিকলীগের সভাপতি শাহীন প্রামানিক, সাধারণ সম্পাদক সাগর মন্ডল,সাংগঠনিক সম্পাদক হাসান প্রামানিক হুজাইফা, চামরুল ইউনিয়ণ জাতীয় শ্রমিকলীগের সভাপতি এরশাদ আলী মৃধা রাশেদ, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।