বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ
বুড়িগঞ্জে নিজের দোকানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবক নিহত
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): বুড়িগঞ্জের জামুরহাট বন্দরে নিজের দোকানে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায়, বুড়িগঞ্জ ইউপির জামুরহাট বড়াইল দক্ষিণ বেলায় গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মালের এর পুত্র মোঃ সাদ্দাম হোসেন (২৮) স্থানীয় জামুরহাট বন্দরে নিজের ওয়েলডিং দোকানে ডিল মেশিন দ্বারা কাজ করার সময় অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সে নিহত হয়। নিহত যুবক একটি কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।