কাহালুবগুড়া জেলার সংবাদ
বগুড়ার কাহালুতে গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালুতে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে নাছরিন আকতার (১৫) নামক এক স্কুল ছাত্রীর আত্মহত্যা করেছে। নাছরিন আকতার কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী ও কাহালু পৌর এলাকার উলট্র পূর্বপাড়ার মুনসুর আলীর মেয়ে। কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা জানান, শনিবার সকালে স্কুল ছাত্রী নাছরিন আকতার নিজ ঘরের সেলিং ফ্যানের সাথে জরজেট কাপড়ের ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যা সঠিক কারণ জানা যায়নি। তবে তার বাম হাতে খোদায় করা ইংরেজি অক্ষরে আর এন আর লেখা রয়েছে। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হয়েছে।