খেলাধূলায় পারে মাদক, সন্ত্রাস জঙ্গীবাদ থেকে বিরত রাখতে …… গোলাম সারোয়ার মিলন
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সারোয়ার মিলন বলেন, সুন্দর সমাজ ও সুস্থ্য জীবন গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নাই। খেলাধুলা মাদক, সন্ত্রাস ও জঙ্গী থেকে বিরত রাখে। এজন্য লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার জন্য তিনি তরুন ও যুবক সমাজকে আহ্বান জানান। শুক্রবার বিকেলে বগুড়া সদরের গোকুল পলাশবাড়ী একতা সংঘের উদ্যোগে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।উক্ত ফাইনাল খেলায় চাদঁমুহা একতা সংঘ ১-০ গোলে পলাশবাড়ী একাতা সংঘকে পরাজিত করে জয়লাভ করে। সমাজ সেবক আলহাজ্ব মোশারফ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী জামে মসজিদের ইমাম মাওঃ আলিমদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকলীগ নেতা আরিফ খান, সমাজ সেবক উজ্জল হোসেন,শাহিন মিয়া, গোকুল ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ইমদাদুল হক মানিক,গোকুল ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি আজমল হোসেন,সদর উপজেলা কৃষকলীগ নেতা আরিফ খান,ছাত্রলীগ নেতা ফুয়াদ, মিল্লাত, সাগর, রাকিব,শিহাব, তানভীর,রাসেল, আরিফ, রাব্বি, রাফি, হাসান, রিমন, সানি , শাওন, সৌরভ, যুবলীগ নেতা মামুন, মিজানুর রহমান রাঙ্গা, রাখু,স্বেচ্ছাসেবকলীগ নেতা হামেদ আলী,খোকন, বাবু, রিহান, মিরাজুল ইসলাম, মিল্লাদ, তান প্রমূখ। খেলা পরিচালনা করেন আব্দুর রশীদ।