মাদক ব্যবসায়ীরা যত বড় শক্তিশালীই হোক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না ..অতিরিক্ত পুলিশ সুপারঃ সনাতন চক্রবর্তী
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : মাদক ব্যবসায়ীরা যত বড় শক্তিশালীই হোক না কেন,আর যেখানেই থাক না কেন, তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবেনা, আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হবে। বগুড়ার পুলিশ কখনও কারো কাছে মাথা নত করে না।সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্য বিবাহকে কখনও প্রশ্রয় দেওয়া হবে না। যারা এর সাথে জড়িত হবে তাদেরকেও কঠিন শাস্তি প্রদান করা হবে। এ এলাকায় অবৈধ ভাবে আর বালু উত্তোলন করতে দেওয়া হবে না । শুক্রবার বিকালে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সহযোগীতায় ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিমের সভাপতিত্বে ও এস আই সোহেল রানা ও সওদাগর শাহিন আলীর পরিচালনায় সামাজিক অনাচার, মাদক সন্ত্রাস ও বালু উত্তোলন প্রতিরোধে জনমত গঠনে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) সনাতন চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেন, আমার দায়িত্ব পালন কালে কাউকে মাদক ব্যবসা, সেবন ও জড়িত হতে দেব না, আগেও দেয়নি এখনও দিবো না বা ভবিষ্যতেও দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাংলাদেশকে মাদক মুক্ত করতে হবে। তাই আমরাও বগুড়াকে মাদক মুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে সকলের সহযোগীতা প্রয়োজন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং ফোরাম সদরের সভাপতি সাকলাইন বিটুল, শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হুদা উজ্জল, শেখের কোলা ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, বীর মুক্তিযোদ্ধা রাশেদুল ইসলাম রঞ্জু তালুকদার, ইউপি সদস্য ফেরদৌস আলম, আব্দুল ওয়াদুদ খোকা,ইমদাদুল হক,তাজুল ইসলাম রাসেল, যুবলীগ নেতা , তোজাম হোসেন রঞ্জু, খতিব আবু তালেব নোমান, আবুল হাসনাত মাহমুদ, মইনুল ইসলাম পাভেল, আলাল উদ্দিন, মাস্টার নুর আলম,তাজমিলুর রহমান তালাশ তালুকদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও স্থানীয় যুব সমাজের নেতৃবৃন্দ।