বগুড়া শজিমেক হাসপাতালে ডেঙ্গু রোগ বিষয়ক সেমিনার
বগুড়া সংবাদ ডট কম : সোমবার বগুড়া শজিমেক হাসপাতালের সামিয়া ইসলাম গ্যালারীতে ডেঙ্গু বিষয়ক সেমিনার ও ডেঙ্গু প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল। প্রধান অতিথির বক্তব্য রাখেন অএ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কৃষিবিদ আব্দুল মান্নান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহাম্মেদ, শজিমেক হাসপাতালের উপ পরিচালক ডাঃ এএফ এম মুসা আল মানসুর, বগুড়া সিভিল সার্জন ডাঃ মোঃ গওসুল আজিম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প, কর্মকর্তা সদর ডাঃ সামির হোসেন মিশু। সেমিনারে ডেঙ্গু নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান আশরাফ বিপুল, ডাঃ সুরজীৎ সরকার তিতাস। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএমএ র বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ সুশান্ত কুমার,টিএমএসএস হেলথ সেক্টর এর পরিচালক ডাঃ আব্দুল হক আজাদ, ডাঃ আশরাফুল ইসলাম। প্রধান অতিথি বক্তবে বলেন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এক যোগে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান,হাসপাতাল এর পরিবেশ উন্নয়নে উপর গুরুত্বপ্রদান করেন সকলের সম্মিলিত উদ্যেগের মধ্যে দিয়ে ডেঙ্গু প্রকোপ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে হবে। এর জন্য জনসচেতনা মূলক সভা, সেমিনারের মধ্যে না থেকে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষকে বোঝাতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে সজাগ করে তুলতে হবে। ডেঙ্গু রোগ ছড়ায় এমন সব কিছু সরিয়ে ফেলতে হবে। এডিস মশা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার পাশাপশি ভাল চিকিৎসারও প্রয়োজন আছে। তিনি হাসপাতাল ক্যাম্পাসটি আগামী ২ দিনের মধ্যে পরিচ্ছন্ন করে মশক নিধনে ওষুধ ছিটানোর নির্দেশ দেন।