কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুতে ছিনতাইকৃত ভ্যান উদ্ধার ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু থানার এস আই আশিকুর রহমান (আশিক) সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চলিয়ে উপজেলার খাড়িয়া নিশিন্দারা এলাকা হতে ছিনতাই হওয়া ভ্যান সহ ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন কাহালু উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর পুত্র জুয়েল প্রাং (২৬), দেওগ্রামের সেলিম রেজার পুত্র নাইস (২৫) ও গোবিন্দগঞ্জ উপজেলার ফুটানিগঞ্জ গ্রামের সেকেন্দার আলীর পুত্র রফিকুল ইসলাম (২৮)। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য তারা বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।