কাহালুর ২টি ইউনিয়নে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট এর উদ্বোধন করলেন আলহাজ¦ অধ্যাপক আহছানূল হক
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : কাহালু-নন্দীগ্রাম বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট/১৯ইং শুক্রবার বিকেলে কাহালুর মুরইল ইউনিয়নের বাখরা কাম-বেলঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও মালঞ্চা ইউনিয়নের কল্যাপাড়া মাদ্রাসা মাঠে খেলার উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি খেলার উদ্বোধন করেন আওয়ামীলীগনেতা বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা আলহাজ¦ অধ্যাপক এ এন এম আহছানূল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গোফ্ধসঢ়;ফার (করিম), উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাফিকুল ইসলাম শফিক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মালঞ্চা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (জয়), জামগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আলিফ মন্ডল (রাতুল) সহ স্ব স্ব ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী লীগ খেলায় মালঞ্চা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডকে ২-০ গোলে হারিয়ে ৯ নং ওয়ার্ড জয়ী হন এবং মুরইল ইউনিয়নের ইলেভেন স্টার ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে শীতলাই যুব সংঘ জয়ী হন। উক্ত খেলায় শত শত দর্শক উপস্থিত ছিলেন।