fbpx
খেলাধুলাবগুড়া জেলার সংবাদবগুড়া সদর

বগুড়ায় প্রথম বিভাগ ভলিবল লিগের রেজিষ্ট্রেশন চলছে

বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকল ভলিবল লিগ ২০১৯-২০ এ অংশগ্রহণ ইচ্ছুক খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। আগ্রহী সকল খেলোয়াড়দের আগামী ১৭/১০/২০১৯ইং তারিখের মধ্যে শহীদ চান্দু স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া সংস্থার কার্যলয় হতে ফরম সংগ্রহ করে জমা দিতে অনুরোধ করা হলো। আগ্রহী খেলোয়াড়দের অবশ্যই বগুড়ার স্থায়ী বাসিন্দা হতে হবে। ফরম এর সহিত ২কপি ছবি (পাসপোর্ট ও স্ট্যাম্প), ভোটার আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

two + fifteen =

Back to top button
Close