জেরাব ক্রীড়া সংস্থা’র আয়োজনে দাবা প্রতিযোগিতা ২০১৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): অদ্য ১১/১০/২০১৯ তারিখে বিকাল ৩.০০ ঘটিকায়, শহীদ চান্দু স্টেডিয়ামে, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দাবা প্রতিযোগিতা ২০১৯ এর শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব টি জামান নিকেতা এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বগুড়া চেম্বার অব কমার্স এর সভাপতি জনাব মোঃ মাছুদুর রহমান মিলন, সিআইপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব নুরুল আলম টুটুল, অতিঃ সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, কোষাধ্যক্ষ- শামীম কামাল শামীম, নির্বাহী সদস্য জনাব ইমদাদুল হক রতœ, জনাব জামিলুর রহমান জামিল, আল রাজী জুয়েল, জনাব শহিদুল ইসলাম স্বপন, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট। খেলায় বগুড়ার ৩২জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। প্রথম দিনের খেলায় রুমন, মহসিন, কুড়ানু, সুমন, রেজওয়ান, প্রতিভা, লিলু, জাহিদুল, আপেল সোহান শেখ, মুন্না, রতœ, রাজা, মনি, কালাম ও জামিল নিজ নিজ খেলায় বিজয়ী হয়।