fbpx
বগুড়া জেলার সংবাদবগুড়া সদর

বগুড়ায় তা’লিমুল কুরআন ফাউন্ডেশনের বৃহত্তর হাজ্বী সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): গুড়ায় বিশাল আয়োজনে হাজ্বী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তা’লিমুল কুরআন ফাউন্ডেশন, বগুড়া’র আয়োজনে বায়তুর রহমান সেন্টাল জামে মসজিদে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। হজ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশগ্রহন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জয়পুরহাট হানাইল মাদরাসার মুফাসসির হাফেজ মাওলানা মুহাম্মদ রেজাউল করিম খান, আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সালাম, হাফেজ মাওলানা মোঃ আব্দুর নূর খন্দকার। বগুড়া জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি আলহাজ্ব মুফতি মাওঃ আব্দুল কাদেরে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া চেম্বারের পরিচালক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, বিসিক শিল্প নগরীর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মালেক, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবু জাফর, নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ইবনেসিনা বগুড়া’র ম্যানেজার ফরহাদ হোসেন। এছাড়াও বিশিষ্ট আলেমগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, হাজ্বী সাহেবগণ আল্লাহর ঘরের মেহমান। তাঁরা পবিত্র ক্বাবাঘর ও নবীজির রওজা জিয়ারতের মাধ্যমে পূত পবিত্র হয়ে ফিরেছেন। হজ্ব আমাদের যে ভ্রাতৃত্ব ও ভালোবাসার শিক্ষা দেয় সেই শিক্ষার আলোকে নিজের জীবন পরিচালনা করতে হবে একই সাথে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। অনুষ্ঠানে আলোচকবৃন্দ হজ্বের বিভিন্ন আহকাম এবং হজ্ব পরবর্তী সময়ে হাজ্বীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালন করেন তা;লিমুল কুরআন ফাউন্ডেশন বগুড়া’র সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান ও সেক্রেটারী আলহাজ্ব মাওঃ নুরুল ইসলাম। সমাবেশে দেড় সমস্রাধিক হাজ্বী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 13 =

Back to top button
Close