শাজাহানপুরে শেখ মনি স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে শেখ মনি স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় সাজাপুর পূর্ব-দক্ষিনপাড়া ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা ঘরে তোলে ডোমনপুকুর নবীন ছাত্র সংঘ। শুক্রবার বিকেলে উপজেলার সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে শেখ মনি স্মৃতি সংঘের আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির স্মরণে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি ভিপি এম সুলতান আহমেদ। খেলার উদ্বোধন করেন জেলা যুবলীগ নেতা মঞ্জুরুল আলম জুয়েল জায়দার। উপজেলার যুবলীগের সাবেক সভাপতি ইমরান হোসেনের সভাপাতিত্বে এবং মাঝিড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আল আমিনের সঞ্চালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা, যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক আরীফ আজাদ পলাশ, সদস্য আপেল মাহমুদ, শাকিল আহমেদ, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত, চোপীনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজার রহমান, মাঝিড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা হুমায়ন হাফিজ, ফয়সাল রনি, রিপন, আলামিন, মামুন প্রমুখ।