বগুড়ার সদরের গোকুলে শহীদ মিনার স্থানান্তর করতে গিয়ে নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু,এলাকায় শোকের ছায়া…
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) :বগুড়ার সদরের গোকুলে শহীদ মিনার স্থানান্তর করতে গিয়ে নিচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক গোকুল ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের পুত্র শফিকুল ইসলাম (৩৬)। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গোকুল স্কুলপাড়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র শফিকুল ইসলাম একজন নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী)। সে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে ঠেঙ্গামারা টিএমএসএস প্রকল্পের বগুড়া সদরের গোকুল মহাসড়কের পাশে পুন্ড্র ইউনিভার্সিটির শহীদ মিনার স্থানান্তরের কাজ করছিল। শহীদ মিনারটি অপসরণ করে অন্য স্থানে স্থাপন করা হচ্ছিল। এতে শ্রমিক শফিকুল মিনারের নিচে খনন করে মাটি সড়াতে যায়। এসময় শহীদ মিনারটি আকস্মিক ভাবে ভেঙ্গে পড়ে। এতে ওই শ্রমিক মিনারের নিচে পড়ে চিৎকার দেয়। এসময় তার সহকর্মী তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজের সাথে কথা বললে, তিনি নিহতের বরাত দিয়ে জানান, নিহত ব্যক্তি অসহায় ও দিনমুজুর হিসেবে শ্রমিকের কাজ করতেন। তার মৃত্যুটা দুঃখজনক। তিনি অসহায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, প্রকল্পের মালিক পক্ষদ্বয়কে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহযোগীতা কামনা করেছেন। এবং শোকাহত পরিবারের প্রতি শোক সমবেদনা জানান। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর এসআই শহিদুল ও এস আই আহসান। নিহত শফিকুলের আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।