বগুড়ায় ইয়াবাসহ আটক ১
বগুড়া সংবাদ ডট কম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বগুড়ার মাটিডালী এলাকা থেকে ২৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে ফূলবাড়ী পুলিশ ফাঁড়ির টিম।
পুলিশসূত্রে জানা যায়, বগুড়া সদর থানাধীন মাটিডালী লোহার ব্রীজের পশ্চিম মাথায় পাকা রাস্তার পাশে ২৫( পঁচিশ) পিচ্ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফিরোজ আলম (৪০) পিতা মোঃ আবুল কাশেম বর্তমান সাং বাঘোপাড়া দক্ষীন পাড়া ( শ্বশুর বুলু মিয়া) থানা ও জেলা বগুড়া স্হায়ী সাং মমিনপুর উত্তর পাড়া থানা চাটখিল জেলা নোয়াখালী কে আজ সকাল ৯টায় আটক করে অদ্য ০৫/০৮/২০১৯ তারিখে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম জানান, ২৫( পঁচিশ) পিচ্ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফিরোজ আলম (৪০) বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর হাতে আটক মামলা দায়ের ও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।