শেরপুরে হাসপাতাল রোড জলাবদ্ধতায় চরম ভোগান্তি
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : বগুড়ার শেরপুরে পৌরশহরের ৭ নং ওয়ার্ডের হাসপাতাল রোডটি অধিকাংশ সময় শেওলাযুক্ত পঁচা দুর্গন্ধ পানির জলাদ্ধতা হয়ে থাকে। আর বৃষ্টির সঙ্গে যে শব্দটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে- তা হল জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই শহরের গুরুত্বপূর্ণ এই হাসপাতাল রোডটি রাস্তাঘাট, দোকান ও বাসাবাড়িতে পানি উঠে যায়। টানা বর্ষণ বা ভারী বৃষ্টি হলে তো কথাই নেই। গুরুত্বপূর্ণ সড়কটি চলে যায় পানির নিচে। ফলে স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সরেজমিনে গিয়ে জানা যায়, জলাবদ্ধতার প্রধান প্রধান কারণ খুঁজলে প্রথমেই অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেম, অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ, পানিপ্রবাহের ছোট-বড় নালায় প্রতিবন্ধকতা সৃষ্টি, বিভিন্ন স্থানে নালা সরু করে ফেলা ও সঠিকভাবে ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন না করে ড্রেন বন্ধ করা ইত্যাদি। এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালের সামনের এই রাস্তাটি শুধু বর্ষাকালেই এই দুর্ভোগ নয়, প্রায় সময় খানা খন্দর ও জলাবদ্ধতা হয়ে থাকে। একটু বৃষ্টি হলে রাস্তাটি ডুবে যাওয়ায় যাতায়াতে খুবই কষ্টকর হয়ে পড়ে । অনেক বার ওয়ার্ড কমিনারকে জানানো পরেও এর কেন সুরহা হয়নি। হাসপাতালে রোগী নিয়ে আসা রিক্সা চালক আজগর বলেন, এই রাস্তাটি এমনিতেই খানা খন্দর আবার সামান্য বৃষ্টি হলেই ডুবে যাওয়ায় খুব সাবধানে যাতায়ত করি তারপরও রোগী নিয়ে অনেক সময় রিক্সা উল্টে পানিতে পরে যাওয়ার ও ঘটনা ঘটেছে। ওয়ার্ড কমিশনার জাকারিয়া মাসুদ জানান, পৌরসভার ড্রেনের কাজ চলমান আছে পর্যায়ক্রমে এই রাস্তাটি কাজ করা হবে। এ ব্যাপারে শেরপুর পৌরসভা মেয়র আব্দুস সাত্তার জানান, পৌরসভার ড্রেনের কাজ চলমান এগুলো শেষ হলেই জলাবদ্ধতা থাকবে না। আর জনগনকে দুর্ভোগ পোহাতে হবেনা।