বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে বগুড়া ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : বগুড়া ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে আজ বৃহঃবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বগুড়া শহরের কেন্দ্রস্থল মাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধন কর্মসুচিতে বগুড়া ফটোগ্রাফি ক্লাবের প্রতিষ্ঠাতা তৌহিদ পারভেজ বিপ্লব সহ আরো উপস্থিত ছিলেন আব্দুল মমিন, মসফিকু সোহান, মিনহাজুল হক অনিক, শাওন সাইদ, নোমান , রয়েল সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় মানব বন্ধনে সর্বস্তরের সাধারণ জনগনও অংশ গ্রহন করেন। প্রসঙ্গত , গত রোববার রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এর তাকে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।